Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌ প্রটোকলে দ্বিপাক্ষিক বাণিজ্য বহুগুণ বৃদ্ধি পাবে চট্টগ্রাম চেম্বারে ভারতের ডেপুটি হাইকমিশনার

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : কাস্টাল ট্রান্সপোর্ট প্রটোকলের আওতায় অত্যন্ত স্বল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে পণ্য পরিবহনের মাধ্যমে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন উল্লেখ করে ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা বলেছেন, এর ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য বহুগুণ বৃদ্ধি পাবে।
তিনি বৃহস্পতিবার বন্দরনগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সাথে মতবিনিময়কালে একথা বলেন। এ সময় চেম্বার পরিচালকদ্বয় মাহফুজুল হক শাহ ও মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন) এবং চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার উপস্থিত ছিলেন। চেম্বার সভাপতি মাহবুবুল আলম ১৪ থেকে ১৫ শতাংশ প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে চট্টগ্রাম বন্দরের সামর্থ্যরে চিত্র তুলে ধরে বলেন, বে-টার্মিনাল নির্মাণের মাধ্যমে এ বন্দরের যে সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। চট্টগ্রাম বন্দরের কাছাকাছি এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিকটবর্তী মিরসরাইয়ে ওয়ান স্টপ সার্ভিস সম্বলিত বাস্তবায়নাধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগ প্রত্যাশা করেন তিনি।
চেম্বার সভাপতি সম্প্রতি সাউদার্ণ গুজরাট চেম্বারের প্রতিনিধিদলের চট্টগ্রাম সফরের বিষয় উল্লেখ পূর্বক অনুরূপ বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণের কথা জানান। পরিচালক মাহফুজুল হক শাহ চেম্বার কর্তৃক আয়োজিত চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ এ ভারতকে পার্টনার কান্ট্রি হওয়ার আহ্বান জানান এবং অনেক বেশী প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রত্যাশা করেন।
ডেপুটি হাইকমিশনার ড. আদার্শ সোয়াইকা বলেন, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইন্সটিটিউট এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউট’র মধ্যে বাস্তবায়নাধীন হারমোনাইজেশন কর্মসূচী সম্পন্ন হলে উভয় দেশের পণ্য রপ্তানী অনেক সহজতর হবে। সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার উভয় দেশের সরকার ও প্রাইভেট সেক্টরের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ