Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালদিয়ার চরে চট্টগ্রাম বন্দরের জমিতে সীমানা প্রাচীর হবে : বন্দর চেয়ারম্যান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ১১:২২ এএম

পতেঙ্গার লালদিয়ার চর বন্দরের জায়গা দখলমুক্ত করে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। তিনি বলেন, আমরা উদ্বুদ্ধ করেছি যাতে বাসিন্দারা স্বেচ্ছায় চলে যান। প্রতিশ্রুতি অনুযায়ী ৯০ ভাগ চলে গেছেন।
বল প্রয়োগের প্রয়োজন নেই। আমাদের এলাকায় বেড়া দিয়ে দেবো, যাতে কেউ দখল করতে না পারে। আনসাররা পাহারা দেবে।

সোমবার সকালে পতেঙ্গা বোট ক্লাব এলাকায় সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
লালদিয়ার চরে চট্টগ্রাম বন্দরের ৫২ একর জমির উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। তবে আগে থেকে দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নিতে শুরু করেছে।
বন্দরের চেয়ারম্যান বলেন, আমরা বলেছি প্রয়োজনে লেবার ও ইক্যুইপমেন্ট সহায়তা দেবো। শান্তিপূর্ণ প্রস্থানের ব্যবস্থা করছি।

এটি উদাহরণ হয়ে থাকবে। আমাদের লক্ষ্য অর্জন হয়ে গেছে। বুলডোজার বা স্ক্যাভেটর দিয়ে ভাঙার অভিপ্রায় নেই। তারা গরিব হলেও আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। তারা ঢিল পর্যন্ত ছুঁড়েনি। শুধু সময় চেয়েছেন।
আগে কেন উচ্ছেদ হয়নি এমন প্রশ্নে তিনি বলেন, এ জায়গার মালিক বন্দর কর্তৃপক্ষ। এখন জায়গাটা আমাদের প্রয়োজন। পিসিটির ব্যাকআপের জন্য। এর আগে ২৬ একর উচ্ছেদ করেছি। ৫২ একর জায়গা আজ পুনরুদ্ধার করতে পারবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ