Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জানা গেল অক্ষয়-সারা-ধনুশের ‘অতরঙ্গি রে’ মুক্তির তারিখ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ১১:০৩ এএম

এ বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে গিয়েছিল পোস্ট প্রোডাকশনের কাজ। অবশেষে সামনে এসেছে আনন্দ এল রাই পরিচালিত অক্ষয় কুমার, সারা আলি খান, ধনুশ অভিনীত ‘অতরঙ্গি রে’ ছবি মুক্তির তারিখ। ৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মিউজিক্যাল রোম্যান্টিক ড্রামা ‘অতরঙ্গি রে’।

২০১৮ সালের পর ফের পরিচালকের আসনে আনন্দ এল রাই। ‘তনু ওয়েডস মনু’, ‘রাঞ্ঝনা’-র মতো হিট ছবি উপহার দিলেও শাহরুখ খান, অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তার দু বছর পর ‘অতরঙ্গি রে’ ছবি পরিচালনার কাজে হাত দেন আনন্দ এল রাই। অন্যদিকে, ২০১৩ সালে প্রথমবার ‘রাঞ্ঝনা’ ছবিতে ধনুশের সঙ্গে জুটি বেঁধেছিলেন পরিচালক। সাত বছর পর ফের একসঙ্গে তারা। ছবিতে অন্যতম চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার।

‘অতরঙ্গি রে’ প্রযোজনা করেছে ভূষণ কুমারের টি-সিরিজ, আনন্দের কালার ইয়েলো প্রোডাকশনস এবং অক্ষয়ের কুমারের কেপ অফ গুড ফিল্মস। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে লকডাউনের জন্য বলিউডের অনেক ছবির মুক্তি আটকে গিয়েছিল। চলতি বছর সেই সব ছবি রয়েছে মুক্তির তালিকায়। সামনে আসছে একের পর এক ছবি মুক্তির তারিখ। যেমন প্রভু দেবা পরিচালিত সালমান খান অভিনীত ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তি পেতে চলেছে এই ঈদে। ওই দিনই মুক্তি পাওয়ার কথা রয়েছে জন আব্রাহাম-এর ‘সত্যমেব জয়তে ২’। অন্যদিকে, বিষ্ণু বর্ধন পরিচালিত সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘শেরশাহ’ মুক্তির তারিখ ২ জুলাই। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক কপিল দেবের বিশ্বকাপ জয় নিয়ে ছবি ‘৮৩’ মুক্তি পাবে জুনের ৪ তারিখ।

১১ মার্চ মুক্তি পেতে চলেছে হরর-কমেডি ছবি ‘রুহি’। পাশাপাশি মারাঠি পরিচালক নাগরাজ মনজুলের ‘ঝুন্ড’ মুক্তি পাবে ১৮ জুন। অমিতাভ বচ্চনকে দেখা যাবে মুখ্যচরিত্রে। তালিকায় রয়েছে আরও একটি অক্ষয় কুমারের ছবি ‘বেল বটম’। ২৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এছাড়াও রয়েছে ‘সূর্যবংশী’। ২ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা শাহিদ কাপুরের ‘জার্সি’।
সবমিলিয়ে, ২০২১-এ একের পর এক ছবি মুক্তির তারিখ জানিয়েছেন বলিউডের অভিনেতা-প্রযোজকরা। তবে বাণিজ্যিক দিক থেকে কে এগিয়ে থাকে, তা সময়ই বলবে। - সংবাদ প্রতিদিন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ