Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেরীঘাটে ট্রাক নদীতে পড়ে চালক নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ১০:০২ এএম

রোববার রাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরির পন্টুন থেকে ট্রাক নদীতে পড়ে এর চালক নিহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ট্রাকের হেলপার।

রোববার রাত ১০টার দিকে পাটুরিয়া ৩ নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে চালকের লাশসহ ট্রাকটি উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী পণ্যবাহী একটি ট্রাক পাটুরিয়া ৩ নম্বর ঘাটে আমানত শাহ নামের ফেরিতে উঠছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পন্টুন থেকে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকের হেলপার ভেতর থেকে বেরিয়ে আসতে পারলেও আটকা পড়ে চালক। পরে সেখানে তার মৃত্যু হয়। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ