নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের গন্ডির বাইরে কক্সবাজারে আয়োজন করা হচ্ছে তীর জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে ১৪৮ জন আরচার অংশ নেবেন। এর মধ্যে রিকার্ভ বিভাগে পুরুষ ৬৮ জন ও নারী ৩০ এবং কমপাউন্ড বিভাগে পুরুষ ৩০ জন ও নারী ২০ জন। প্রথমবার কক্সবাজারে আয়োজন করা প্রসঙ্গে গতকাল অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘আমরা আরচারদের সব পরিস্থিতিতেই খেলিয়ে অভ্যস্ত করতে চাই। কারণ সামনেই জাপানে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমসে। সাগর বেষ্টিত দেশটিতে বাতাসের প্রবাহ বেশি থাকতে পারে। তাই কক্সবাজারে একটু বেশি বাতাসে রোমান সানারা কেমন পারফরম্যান্স করেন সেটাই দেখতে চাই।’ টোকিও অলিম্পিকের আগে সুসংবাদ দিলেন চপল, ‘টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করা আমাদের রোমান সানা দুর্দান্ত ফর্মে রয়েছে। এই ফর্ম বজায় থাকলে স্বর্ণপদক না হোক সম্মানজনক অবস্থান নিয়ে টোকিও থেকে দেশে ফিরতে পারবে সে।’
১ এপ্রিল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। সাধারণত বাংলাদেশ গেমসের বছর ফেডারেশনগুলো জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করে না। আরচ্যারি ফেডারেশন অবশ্য সেই পথে হাটছে না। বাংলাদেশ গেমসের আগের মাসেই জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের ব্যাখ্যা দিলেন ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মইনুল ইসলাম। তার কথা, ‘আরচারদের জন্য বাংলাদেশ গেমসের আগে এটি প্রস্তুতি হিসেবে কাজ করবে। আমাদের বাৎসরিক সূচি ও পরিকল্পনার মধ্যে রয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ।’ ১ মার্চ চ্যাম্পিয়নশিপ শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হবে পরের দিন ২ মার্চ। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ৪ মার্চ। কম্পাউন্ড ও রিকার্ভ মিলিয়ে ১০টি ইভেন্টে ৬০টি পদকের লড়াই হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী ও সিটি গ্রæপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।