Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বগুড়ায় বন্দুক যুদ্ধে নিহত রিপনের লাশ রাজশাহীতে নিয়ে গেছে স্বজনরা

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : নিহতের ৫ দিনের মাথায় বগুড়ায় ‘বন্দুক যুদ্ধে’ নিহত জেএমবির সুইসাইড স্কোয়াডের সদস্য ইব্রাহিম তারেক ওরফে রিপনের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে গতকাল (শুক্রবার) রাজশাহী নিয়ে গেছে তার স্বজনরা। তবে মর্গে পড়ে আছে জেএমবি’র উত্তরাঞ্চলের সামরিক প্রধান খালিদ ওরফে বদর মামার লাশ। এখনও কেউ তার লাশ নিতে আসেনি।
শুক্রবার সন্ধ্যায় পুলিশ জঙ্গি রিপনের লাশ তার মা সালমা বেগমের কাছে হস্তান্তর করে। এ সময় রিপনের বোন সামিনা ফেরদৌস ও মামা খন্দকার সালেহ সিদ্দিক উপস্থিত ছিলেন। বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান (মিডিয়া) জানান, রিপনের মা ও তার আত্মীয়দের কাছে বিকেলে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে নিহত অপর জঙ্গি উত্তরাঞ্চলের জেএমবির সামরিক প্রধান চাঁপাইনবাবগঞ্জের নাচোলের খালিদ হাসান ওরফে বদর মামার লাশ নিতে তার আত্মীয়রা কেউ আসেনি।
রিপনের মা সালমা বেগম সাংবাদিকদের জানান নিহত হওয়ার তিন মাস আগে থেকেই তার ছেলে নিখোঁজ ছিল। জঙ্গিরা মগজ ধোলাই করে তার ছেলেকে সন্ত্রাসের পথে নিয়ে যায়। ছেলের কৃতকর্মের জন্য তিনি লজ্জিত এবং দুঃখিত। কেউ যাতে তার ছেলের মত ভুল পথে না যায়। তিনি বলেন ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গিবাদের স্থান নেই।
রিপনের মামা খন্দকার সালেহ সিদ্দিক জানান দাদির কাছে মানুষ হয়েছে রিপন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে রিপনের লাশ হস্তান্তরের পর রাজশাহীর শহরের হেতেমখাঁতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তার দাফন হওয়ার কথা। উল্লেখ, গত রোববার রাত সাড়ে তিনটার দিকে বগুড়ার শেরপুরে বিশালপুরের নওলাপাড়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে খালেদ ওরফে বদর মামা ও রিপন নিহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়ায় বন্দুক যুদ্ধে নিহত রিপনের লাশ রাজশাহীতে নিয়ে গেছে স্বজনরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ