Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বিজ্ঞাপনে মডেল হলেন ফেরদৌস

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

চিত্রনায়ক ফেরদৌস নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। এইচআরআরএম স্টিল নামে বিজ্ঞাপনচিত্রে তাকে দেখা যাবে। এতে তার সাথে মডেল হয়েছেন অভিনেতা আজিজুল হাকিম ও শান্তা জাহান। মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে জানান বিজ্ঞাপনটির নির্মাতা তারিকুল ইসলাম। তারিকুল ইসলাম বলেন, ‘বিজ্ঞাপনের গল্পের প্রযোজনে ফেরদৌসকে নেয়া হয়েছে। পাশাপাশি হাকিম ভাই, শান্তা জাহানকেও গল্পের প্রয়োজনে নেয়া হয়েছে। ফেরদৌস বলেন, ‘তারিকুল ইসলামের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। বেশ গুছানো একটি ইউনিটে কাজ করেছি। বিজ্ঞাপনটির গল্পটি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ তারিকুল ইসলামকে যত্ন নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করার জন্য। শান্তার সঙ্গে এটা প্রথম কাজ ছিলো। শান্তাও বেশ ভালো করেছে।’ শান্তা জাহান বলেন, ‘ফেরদৌস ভাই এদেশের একজন প্রতিথযশা নায়ক। তার বিনয়, তার চমৎকার ব্যবহার সবসময় সবাইকেই মুগ্ধ করে। বিজ্ঞাপনে তারসঙ্গে আমার প্রথম কাজ করা, এটা আমার জন্য সত্যিই অনেক বড় প্রাপ্তি। শুটিং-এ ফেরদৌস ভাই ভীষণ সহযোিগতা করেছেন। ফেরদৌস ভাইকে দেখার জন্য সাধারণ মানুষের প্রবল আগ্রহ ছিলো। তিনি সবার সঙ্গেই দেখা করেছেন, কথাও বলেছেন কাজের ফাঁকে ফাঁকে। এটা চোখে পড়ার মতো ছিলো। বিজ্ঞাপনটি শিঘ্রই প্রচারে আসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মডেল-ফেরদৌস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ