Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ফান্ডরাইজিং হিরো’ ক্যাপ্টেন টম মুরকে ব্রিটিশদের শেষ শ্রদ্ধা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ৭:২৯ পিএম

শতবর্ষী ‘ফান্ডরাইজিং হিরো’ ক্যাপ্টেন টম মুরকে শেষ শ্রদ্ধা জানালো ব্রিটিশরা।শনিবার যুক্তরাজ্যের বেডফোর্ডে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে অংশগ্রহণকারী এ ব্রিটিশ যোদ্ধাকে গার্ড অব অনারের মাধ্যমে বিদায়ী শ্রদ্ধা জানানো হয়। তার কফিন ব্রিটিশ পতাকায় মোড়ানো ছিলো এবং দেশটির সৈন্যরা তা বহন করেছিলো। বারবার বাজানো হচ্ছিলো ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’। -সিএনএন, বিবিসি, ডয়েচে ভেলে

ডয়েচে ভ্যালের প্রতিবেদনে বলা হয়েছে, মুরের ছোট মেয়ে হান্নাহ ইনগ্রিম বলেন, বাবা চলে গেছে কিন্তু তার মহান ভাবনা ও কর্ম আমাদের মধ্যে রয়ে গেছে। এ আদর্শে উজ্জীবিত হয়ে পথ চলবো আমরা। করোনাকালে লকডাউন চলাকালীন সময়ে শতবর্ষী মুর স্বাস্থ্যখাতের জন্য পায়ে হেঁটে ৪৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান সংগ্রহ করেছিলেন। ১৬৩ দেশের মানুষ তার তহবিলে এ অর্থ দিয়েছিলেন। তার মহান কাজের জন্য ব্রিটেনের রানী এলিজাবেথ তাকে নাইটহুড প্রদান করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ