Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার উপস্থাপনায় শাহরিয়ার নাজিম জয়

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনেতা শাহরিয়ার নাজিম জয় নাটক রচনা ও পরিচালনা করলেও উপস্থাপনা করেননি কখনো। এবার এ কাজটিও তিনি করেছেন। ঈদের একটি রম্য ম্যাগাজিন উপস্থাপনা করেছেন। সেন্স অব হিউমার শিরোনামের অনুষ্ঠানটির পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা তিনি নিজেই করেছেন। বিনোদন জগতের জনপ্রিয় বেশ কয়েকটি মুখের উপস্থিতি ঘটিয়েছেন অনুষ্ঠানে। অনুষ্ঠানটি সাজানো হয়েছে বেশ কয়েকটি সেগমেন্টে। অনুষ্ঠানে থাকবে নাচ, গানসহ রম্য আলোচনা, যার মাধ্যমে অতিথিদের রসবোধকেই তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন স্বাগতা, জিতু আহসান, কণা, ভাবনা, দিঠি আনোয়ার এবং শহীদুজ্জামান সেলিম। রুনা লায়লার গাওয়া জনপ্রিয় গান শিল্পী আমি গানটি খালি গলায় গেয়েছেন কণা। রসালাপের পাশাপাশি নৃত্য পরিবেশন করেছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা। এছাড়া থাকছে দিঠির কণ্ঠে আরও একটি গান। ভিন্ন আঙ্গিকে সাজানো এ অনুষ্ঠানে রম্য আলোচনা, নাচ, গান ছাড়াও দর্শকদের সামনে উপস্থাপন করা হবে আরও কিছু নতুন রসনা। আবদুস সাত্তারের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের ষষ্ঠদিন, রাত ১০টা ৪৫মিনিটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার উপস্থাপনায় শাহরিয়ার নাজিম জয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ