Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পতেঙ্গা লালদিয়ার চরে উচ্ছেদ অভিযান সোমবার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৭ পিএম

চট্টগ্রাম বন্দরের জমি দখল করে নগরীর লালদিয়ার চরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ আগামী সোমবার থেকে শুরু হচ্ছে

শনিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটিকে জানিয়ে দিয়েছেন। এ সময় বন্দর চেয়ারম্যানও উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা জানান, উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে লালদিয়ার চরে উচ্ছেদ অভিযান পরিচালনায় বন্দর কর্তৃপক্ষ বাধ্য।

এ লক্ষ্যে ৬ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছয়টি জোনে ভাগ করে উচ্ছেদ অভিযান চালানোর প্রাথমিক পরিকল্পনা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক র‌্যাব, পুলিশ, আনসার মোতায়েনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ