Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে লাভলু সভাপতি ও সাগর সাধারণ সম্পাদক নির্বাচিত

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা-নির্মাতা সালাহউদ্দিন লাভলু। তিনি দ্বিতীয়বারের মতো এ পদে নির্বাচিত হয়েছে। অন্যদিকে প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম কামরুজ্জামান সাগর। গত শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এফডিসিতে সংগঠনটির দুই বছর মেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হয়। সালাউদ্দিন লাভলু ভোট পেয়েছেন ১৭০ তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী অনন্ত হীরা ১৪৯ ও দীপু হাজরা ১২ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে মাসুম আজিজ ২৬৮ ভোট (নির্বাচিত), ফরিদুল হাসান ১৯৯ (নির্বাচিত), রফিক উল্লাহ সেলিম ১৮৯ (নির্বাচিত), শিহাব শাহীন ১৮২টি এবং প্রানেশ চৌধুরী ১৫৫টি ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এস.এম কামরুজ্জামান সাগর ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পেয়েছেন ১৬১ ভোট। যুগ্ম সাধারণ স¤পাদক পদে পিকলু চৌধুরী ২৬০ ও ফিরোজ খান ২০৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী চয়নিকা চৌধুরী পেয়েছেন ১৯৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ফেরারি অমিত ১৭১ ভোট পেয়ে নির্বাচিত। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ সহিদ উন নবী ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক পদে মোস্তফা মনন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ আনিসুল হক ইমেল। আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক পদে নিয়াজ মাহমুদ আক্কাস নির্বাচিত হয়েছেন। ডিরেক্টরস গিল্ডের এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩৯৬ জন। ভোট দিয়েছেন ৩৫৯ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ