প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক আলো-আঁধার। মহীউদ্দীন আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সঞ্জীব দাস। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সমু চৌধুরী, মাহামুদুল ইসলাম মিঠু, ইসরাত জাহান চৈতি, তানিয়া বৃষ্টি, গোলাম কিবরিয়া তানভীর, শৈলি আহসান প্রমুখ। সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। নির্মাতা সঞ্জীব দাস বলেন, সকল দর্শকের জন্য ধারাবাহিকটি নির্মিত হচ্ছে। এতে মফস্বলের চিরাচরিত আটপৌঢ়ে জীবনের পাশাপাশি দেখা যাবে শহুরে জীবনের উজ্জ্বল প্রতিচ্ছিবি। ফলে এই নাটকের প্রতি আকর্ষণ থাকবে গ্রাম ও শহুরে দর্শকের। একইসঙ্গে প্রবাসী দর্শকও এই নাটকটি পছন্দ করবেন বলে আশা ব্যক্ত করছি। শিঘ্রই এটিএন বাংলায় ধারাবাহিকটির প্রচার শুরু হবে। অভিনেতা আনিসুর রহমান মিলন বলেন, নতুন ধারাবাহিকটির গল্পটি বেশ চমৎকার। গল্পে নতুনত্ব আছে। এটি সাধারণ ধারাবাহিকের মতো নয়। গল্প ভালো না হলে ধারাবাহিক নাটকে কাজ করি না। এ ধারাবাহিকের গল্পটি ভালো লেগেছে। দর্শক নতুন কিছু পেতে যাচ্ছে। আশা করছি, তাদের ভালো লাগবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।