রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা : সোনাগাজীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের সিরাজ কন্ট্রাকটর বাড়ির অসহায় দিনমজুর সোহাগের বসত ঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত শুক্রবার রাতে চোখের উপর লাইটের আলো যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশি ওবায়দুল হকের ছেলে সেলিমের সঙ্গে সোহাগের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে গত শনিবার সন্ধ্যায় সেলিম তার ১০-১২জন সহযোগী নিয়ে সোহাগের বসত ঘরে হামলা চালায়। এ সময় তাকে খুঁজে না পেয়ে ক্ষিপ্ত হয়ে তার এক শতক জমির উপর নির্মিত বসত ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় তারা মোবাইল সেট ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ওই সময় আমি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। এ ঘটনায় শনিবার রাতে সোহাগের খালা পরান বিয়া বাদী হয়ে সেলিমকে প্রধান আসামি করে তার পিতা ও স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।