Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটনের পরিচালক সাবিহা জারিন অরণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ২:৩০ পিএম

ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পরিচালক, ওয়ালকার্টের ব্যবস্থাপনা পরিচালক ও ডিজিটাল বিজনেস ট্রান্সফরমেশন পার্সোনালিটি সাবিহা জারিন অরণা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীতে চ্যানেল আইয়ের কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।
এ সময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ।
অ্যাওয়ার্ড পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাবিহা জারিন অরণা বলেন, ‘যদিও ওয়ালটনের একটি ই-কমার্স সাইট আছে, তবু মানুষের কাছে আরও সহজে সেবা দেওয়াই ছিল আমার মূল লক্ষ্য। লক্ষ্য আছে ভবিষ্যতে আরও ভালো কিছু করার। ব্যতিক্রম কিছু সামনে নিয়ে আসার। এক্ষেত্রে সবার সহযোগিতা চাই।’
তিনি আরও বলেন, ‘চ্যানেল আইকে এমন উদ্যোগের জন্য ধন্যবাদ। এতে ভবিষ্যতে আরও নতুন কিছু করার স্পৃহা তৈরি হবে সবার মনে।’
অনুষ্ঠানে আরও সম্মাননা পেয়েছেন—হেলথকেয়ার প্রফেশনাল ড. সাগুফা আনোয়ার, গোল্ড সিলভারের চেয়ারম্যান ও এমডি ফারুক আহমেদ এবং বিজনেস ইনোভেটর সৈয়দ জালাল আহমদ রুম্মান।
করোনা প্রতিরোধে অবদান রাখায় বিশেষ সম্মাননা পেয়েছেন সাইফুল আলম মাসুদ, করোনা প্রতিরোধে তরুণ রাজনৈতিক নেতৃত্ব আরশেদুল আলম বাচ্চু, উদ্ভাবনী ব্যবসায়িক উদ্যোগের জন্য আলী আকবর হোসেন চৌধুরী, আরিসন হোল্ডিংসের ম্যানেজিং ডিরেক্টর শফিকুর রহমান, উত্তরা লেডিস ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ইসমে আরা হানিফ, কবিতা'স মেকআপ অ্যান্ড স্কিন কেয়ারের সালমা সারোয়ার কবিতা, সিলেট চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এটিএম শোয়েব, সমাজসেবক হাজী মো. আতিকুর রহমান, শর্ট ভিডিও কনটেন্ট ক্রিয়েটর মারজিয়া মিমি ও নুসান তাসিম, স্পেশাল চাইল্ড কেয়ার পার্সোনালিটি সায়রা নাজনীন আহসান।
বেস্ট অর্গানাইজার ফর ডিফারেন্টলি এবল্ড পার্সন হিসেবে সম্মাননা পেয়েছেন ইম্পেরিয়াল কনসালট্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শামীম রেজা।
যেসব প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে সেগুলো হলো-বিডি এনিমেল হেলথ, চালডাল ডটকম এবং কিউকম ডটকম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়ালটন

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ