Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

টাকা ফেরত দিতে অস্বীকার করায় শিক্ষককে পেটালো ক্রেতা

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা

বিক্রি করার এক মাস পর গরু অসুস্থ হয়ে পড়ায় গরুর মালিক শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৈলাশ চন্দ্র বর্মনকে বেধড়ক পিটিয়ে সংজ্ঞাহীন করেছে ক্রেতা ও তার লোকজন। বর্তমানে তিনি বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার জেলার বোদা উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে, কৈলাশ এক মাস আগে নিজের পালিত ৪টি গরু ৮০ হাজার টাকায় বিক্রি করে সুদের টাকা পরিশোধ করেন। গরুগুলো একই এলাকার গরু ব্যবসায়ী দুলাল হোসেন ও তার পুত্র আবু সাইদ ক্রয় করেন। হঠাৎ গরু দুটি অসুস্থ হয়ে পড়লে ক্রেতা গরুর টাকা ফেরত চায়। টাকা দিতে অস্বীকার করায় ওই ক্রেতা স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেনসহ লোকজন নিয়ে বিদ্যালয়ে গিয়ে কৈলাশকে বেধড়ক মারপিট করে। এতে কৈলাশ গুরুতর আহত হয় এবং সংজ্ঞা হারিয়ে ফেলে। পরে সহকর্মী ও স্থানীয় লোকজন তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. চন্দন কুমার সেন সংজ্ঞাহীন অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাকা ফেরত দিতে অস্বীকার করায় শিক্ষককে পেটালো ক্রেতা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ