Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোহাগড়ায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সভা

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা

নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক টিএম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা অজয় কান্তি মজুমদার, শিক্ষাবিদ আ শ ম আনোয়ারুজ্জামান, শিক্ষক অরবিন্দ আচার্য, সাংবাদিক এসএম আলমগীর কবির, শরিফুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণের লক্ষ্যে পরিদর্শনে এসে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মতামতসহ সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কর্মকা- তুলে ধরেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লোহাগড়ায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সভা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ