Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থগিত হওয়া স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ শনিবার অনুষ্ঠিত হবে। আজ সকাল সাড়ে ১০টায় ভার্চুয়ালি এ বৈঠকে মিলিত হবেন দু’দেশের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের একান্ত সচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন। ভারতের পক্ষে বৈঠকে দেশটির স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা নেতৃত্ব দেবেন। মাহবুবুল আলম জানান,সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়ে দুপুর পর্যন্ত চলবে।
গত বছরের ২৯ নভেম্বর দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায় শুরু হওয়ায় বৈঠকটি স্থগিত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত

২৪ ফেব্রুয়ারি, ২০২২
১৮ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ