Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে অদূর ভবিষ্যতে দেশে অনুদান নেয়ার লোক থাকবেনা- খাদ্য মন্ত্রী

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৫৮ পিএম

বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১আসনের সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন জাতীর জনকের যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে অদুর ভবিষ্যতে দেশে ত্রান বা অনুদান নেয়ার লোককে খুঁজে পাওয়া যাবেনা। দেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে জনগনের মাথাপিছু আয়ও বেড়ে যাবে, সকল ধরণের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। নওগাঁর সাপাহারে প্রাণীসম্পদ দপ্তরের অধিনে সমতল ভুমিতে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠিার জীবন যাত্রার মানোন্নয়ন প্রকল্পের আওতায় শুক্রবার বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জনগনের মাঝে বিনা মূল্যে গবাদি পশু ও পশু রাখার নির্মান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কথাগুলি বলেন।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন গ্রামে বসবাসকরী ৬৫টি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে একটি করে বকনা গরু ও গরু রাখার নির্মান সামগ্রী বিতরণ করেন। এসময় উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী মন্ডল, নওগাঁ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহির উদ্দীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি উপজেল আওয়ামীলীগের পার্টি অফিসে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় দলীয় দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ