রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা
চালের দাম বৃদ্ধি পাওয়ায় পঞ্চগড়ে বোদায় বোরো চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলা প্রতি কেজি ৩২ টাকা দরে ৩৮ জন মিলারের কাছ থেকে ১৫২৫ মেট্রিক টন বোরো চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাল ক্রয় অভিযান ১ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। গুদামে চালের আমদানি আশানুরূপ না হওয়ায় ১ মাস সময় বৃদ্ধি করে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে ৬২৫ মে. টন। চাল ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, অল্প কিছু দিনের মধ্যে চালের বাজারে আগুন লেগে গেছে। কৃষকের ঘরে ধান-চাল নেই। সরকার সঠিক সময়ে চাল ক্রয় অভিযান শুরু করেননি। এতে একদিকে কৃষকরা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছে, অপরদিকে মিলাররা সরকারি গুদামে চাল বিক্রয়ের চুক্তি রক্ষা করতে পারছেন না। বোদা বাজারের গুটি পারি চালের (৫০ কেজি) বস্তা মাসখানেক আগে ১৩০০ টাকা ছিল, বর্তমানে ১৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চাল (৫০ কেজি) প্রতি বস্তার দাম ছিল ৭ শত টাকা, বর্তমানে ১৫ শত টাকা বস্তায় বিক্রি হচ্ছে। বোদা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজলু হোসেন বলেন, চাল ক্রয় অভিযান অত্যন্ত সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে পরিচালনা করা হচ্ছে। আমরা চুক্তিবদ্ধ মিলারদের সাথে সব সময় যোগাযোগ রাখছি। চাল ক্রয় লক্ষ্যমাত্রা পূরণে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।