Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হালদায় অভিযানে বালু উত্তোলন ব্যবহৃত ইঞ্জিন ও জাল জব্দ

হাটহাজারী (চট্রগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৪৪ পিএম

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ,জীব বৈচিত্র্য এবং ডলফিন রক্ষায় গত রাত এবং আজ সকাল থকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাটহাজারী উপজেলা প্রশাসন।

শুক্রবার সকাল ১০.০০ ঘটিকা থেকে ১২.৩০ ঘটিকা পর্যন্ত পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ইউএনও রুহুল আমিন। আজিমের ঘাটা, আমতুয়া, পোড়া কপালি স্লুইসগেট ঘাট এলাকার হালদা নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত ১২টা নৌকা থেকে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয় এবং ইঞ্জিন ধ্বংস করা হয়। এছাড়াও গত রাত ১ ঘটিকায় হালদা নদীর উত্তরে মাদার্শা ইউনিয়নে আমতুয়া থেকে ২ হাজার মিটার জাল জব্দ করা হয়।

অভিযানে গড়দুয়ারা ও উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গ্রাম পুলিশ এবং আনসার সদস্যরা সহায়তা করেন। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ