Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

ƒপগঞ্জের পার্শ্ববর্তী ডেমরায় ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতাল ভাঙচুরের চেষ্টা চালিয়েছে। এসময় হাসপাতাল এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। গতকাল শুক্রবার সকালে ডেমরার কোনাপাড়া বাজার এলাকায় মাতুয়াইল মেডিকেয়ার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নবজাতকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কোনাপাড়া বাজার এলাকায় মাতুয়াইল মেডিকেয়ার জেনারেল হাসপাতালে মা হাসিনা আক্তারকে (৩৮) সিজার করেন। এ সময় সহকারী অধ্যাপক ডা. বেগম শামছুন-নাহার শিরীন শিশুটিকে ভূমিষ্ট করার সময় তার লিঙ্গ ও শরীরের বেশ কয়েক স্থান কেটে ফেলেন। এতে শিশুটি সঙ্গে সঙ্গে মারা যায়। এদিকে ঘটনার পর থেকে ডা. শিরীন পলাতক রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত নবজাতকের পরিবারের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত ৫ হাজার টাকা আদায় করেছে বলেও অভিযোগ রয়েছে। নিহত শিশুর মা হাসিনা আক্তার চাঁদপুরের হাজীগঞ্জ থানার বেতিয়াপাড়া গ্রামের ইলেকট্রিক মিস্ত্রী রেজাউল করিমের স্ত্রী। তারা কোনাপাড়া নূরআলী মসজিদ সংলগ্ন এলাকায় বসবাস করেন। হাসপাতালের মালিক রুবেল মিয়া বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতাল মালিক মো. রুবেল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এ ব্যপারে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাওসার বলেন, অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ