Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অফিস খরচ দেখিয়ে উপবৃত্তির টাকা আদায়ের অভিযোগ

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা

ছাত্রীদের উপবৃত্তির টাকা অফিস খরচের অযুহাত দেখিয়ে আদায়ের অভিযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেছে আইনুল হুদা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও অফিস সহকারীকে। জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বিশেষ) মোহসিনা বেগমের স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলাধীন আইনুল হুদা ফজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম এবং অফিস সহকারী খরচের অযুহাত দেখিয়ে ২০১৩-২০১৪ অর্থ বছরে বিতরণকৃত উপবৃত্তি হতে ছাত্রীদের নিকট থেকে ১ হাজার টাকা করে মোট ১৩ হাজার টাকা আদায় করেন। বিষয়টি প্রকল্প পরিচালক স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান প্রকল্প (১ম সংশোধিত) তদন্ত পূর্বক অধ্যক্ষ রিয়াজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করে। মাদ্রাসার ১৩ ছাত্রীর কাছ থেকে ১ হাজার টাক া করে মোট ১৩ হাজার টাকা আদায়ের বিষয়টি জমিদাতা প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আফসার আলী সত্যতা স্বীকার করেন। মাদ্রাসার সভাপতি আব্দুর রাজ্জাক সরদারের সাথে গতকাল শুক্রবার দুপুরে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আদায় বিষয়টি সম্পূর্ণ তার বিষয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অফিস খরচ দেখিয়ে উপবৃত্তির টাকা আদায়ের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ