রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা
ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন তালিকায় পছন্দের লোকজনদের নাম অন্তর্ভুক্ত না করায় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য জাকারিয়া ও তার লোকজন ওই ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) ইব্রাহীম হোসেনকে বেধড়ক মারপিট করে বলরামহাটের অস্থায়ী চেয়ারম্যানের কার্যালয়ে আটকে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা গেছে, ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন প্যাকেজের আওতায় ওই ইউনিয়নের ১৮৬ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে ভর্তুকি প্রদানের জন্য তালিকাভুক্ত করছিলেন ওই উপ-সহকারী কৃষি কর্মকর্তা। এসময় ওই ইউপি সদস্য তার পছন্দের ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করতে তাকে চাপ প্রয়োগ করেন। এতে তিনি নাম অন্তর্ভুক্ত করতে রাজি না হলে ইউপি সদস্য জাকারিয়া তাকে বেধড়ক মারপিট করেন। পরে তাকে সেখানকার একটি কক্ষে আটকিয়ে রাখেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) ইব্রাহীম হোসেন জানান, ওই ইউপি সদস্য তালিকায় জোরপূর্বক বিত্তবান লোকজনদের নাম অন্তর্ভুক্ত করতে তাকে বাধ্য করছিল। এতে তিনি রাজি না হওয়ায় তাকে আকস্মিক মারপিট শুরু করেন। বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারপিটের কথা স্বীকার করে বলেন, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।