Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালে নৌ ও সেনাবাহিনী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

শহীদ স্মৃতি হকি টুর্নামেন্টের ফাইনালে জায়গা পেয়েছে বাংলাদেশ নৌ ও সেনাবাহিনী। আগামীকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এ দুই দল শিরোপার জন্য লড়বে। বেলা সোয়া ৩টায় শুরু হবে ম্যাচটি। এর আগে গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে বিমান বাহিনী ১-১ গোলে ড্র করে এএইচএম কামরুজ্জামান স্মৃতি সংঘের বিপক্ষে। বিমান বাহিনীর পক্ষে আসিক মাহমুদ সাগর ও কামরুজ্জামান স্মৃতি সংঘের হয়ে পুস্কর ক্ষিসা মিমো একটি করে গোল করেন। দ্বিতীয় ম্যাচে নৌবাহিনী ১-০ গোলে হারায় সেনাবাহিনীকে। বিজয়ীদের পক্ষে মাহবুব হোসেন একমাত্র জয়সূচক গোলটি করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ