Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মা ও শিশুপুত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

রেল লাইনের ওপর দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে কুমিল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে মা ও তার দুই বছরের শিশুসন্তান নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মো. মানিক মজুমদারের স্ত্রী সুমি আক্তার ও তার শিশু সন্তান মাশরাক হোসেন।

দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন লাকসাম রেলওয়ে থানার এসআই আব্বাস মিয়া। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সুমি আক্তার তার শিশুসন্তানকে নিয়ে গুণবতী বাজার থেকে রেললাইন হয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে মা ও শিশুপুত্র কাটা পড়েন। ঘটনাস্থলেই তারা মারা যান। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মা-শিশুপুত্রের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ