রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : পাকুন্দিয়া উপজেলা থেকে অপহৃত হওয়া রনি (৯) নামের এক স্কুলছাত্রকে ১১ ঘণ্টা পর ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। শনিবার রাতে পাকুন্দিয়া থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ময়মনসিংহ বড় বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে। সে উপজেলার চিলাকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং কোদালিয়া পশ্চিমপাড়া গ্রামের রতন মিয়ার পুত্র। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের রজব আলীর পুত্র নাঈমকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ। নাঈম সম্পর্কে রনির চাচাত মামা বলে পারিবারিক সূত্রে জানা যায়। জানা যায়, গত শনিবার প্রতিদিনের মতো বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসে পড়াশুনা করছিল রনি। এ সময় প্রায় দেড়টার দিকে নাঈম ক্লাস রুমে ঢুকে সহকারী শিক্ষিকা শাহানা পারভীনকে জানায়, রনির বাবা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। রনিকে নিয়ে তার বাবার কাছে যেতে বলেছে। তখন শিক্ষিকা পারভীন রনিকে ছুটি দিয়ে দেয়। পরে নাঈম রনিকে বাই সাইকেলে তুলে পালিয়ে যায়। এ ব্যাপারে রনির বাবা রতন মিয়া নাঈমসহ অজ্ঞাত নামা জ্জ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পাকুন্দিয়া থানার এসআই নাজমুল হাসান জানান, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ময়মনসিংহের বড় বাজার এলাকার জামে মসজিদের সামনে থেকে রাত ১২টার দিকে নাঈমসহ অপহৃত রনিকে উদ্ধার করে পাকুন্দিয়া থানায় নিয়ে আসা হয়। গতকাল রোববার দুপুরে অপহরণকারী নাঈমকে জিজ্ঞাসাবাদ শেষে কোর্টে চালান দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।