পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দুই নারীকে ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যা মামলায় আসামি আজিজুল ইসলাম এবং মিন্টু ওরফে কালুর মৃত্যুদন্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। গতকাল বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগীয় বেঞ্চ এ আদেশ দেন। আদেশে দন্ডপ্রাপ্ত অপর আসামি সুজনকে খালাস দেয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর ফিঙ্গে বেগম ও কমেলা খাতুন নামে দুই নারীকে ধর্ষণের পর জবাই করা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আসামিদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড দেন। পরে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে হাইকোর্ট মৃত্যুদন্ড বহাল রাখেন। ও আদেশের বিরুদ্ধে ফের আপিল করেন আসামিপক্ষ। শুনানি শেষে আপিল বিভাগ গতকাল উপরোক্ত আদেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।