Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে হলে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে

ফটিকছড়িতে মানববন্ধনে আল্লামা বাবুনগরী

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা : গত ২৬ আগস্ট বিকেলে নাজিরহাটে সুন্নীপন্থী ইসলামী ফ্রন্ট ও তার সহযোগী সংগঠনদের যৌথ উদ্যোগে আয়োজিত জঙ্গিবিরোধী সমাবেশে যোগদানের সময় ফটিকছড়ি’র নানুপুর জমিরিয়া মাদ্রাসায় হামলা এবং মাদ্রাসা প্রধান মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দীনকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ঘোষিত মানববন্ধন কর্মসূচি পালনে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মাদ্রাসা ছাত্র-শিক্ষক, তৌহিদী জনতা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট ঝংকার মোড় থেকে ফটিকছড়ি সদর পর্যন্ত ৬ কিলোমিটারব্যাপী মানবপ্রাচীর গড়ে তোলে।
মানববন্ধনোত্তর প্রতিবাদ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও ফটিকছড়ি’র প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া বাবুনগর মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহ বলেছেন, উপমহাদেশে মুসলমানদের আজাদী আন্দোলন নস্যাতে ইংরেজরা দালাল আহমদ রেজা খাঁকে ব্যবহার করেছিল; তার উত্তরসূরিরা এখনো মুসলমানদের রক্ত ঝরাচ্ছে। তারা উগ্রবাদী এবং সন্ত্রাসী। তিনি আরো বলেন, সরকার নিজেকে সন্ত্রাসবাদের বিপক্ষে বলছে। আমরাও তাকে সাধুবাদ জানাই। সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে হলে মাদ্রাসায় হামলাকারী সন্ত্রাসীদের অবশ্যই গ্রেফতার করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে হলে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ