Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাস্টার্স শেষ করে আবার সিনেমায় ব্যস্ত হচ্ছেন শিরীন শিলা

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

রাজধানীর একটি ইউনিভার্সিটি থেকে সমাজ কর্ম বিষয়ে মাস্টার্স পরীক্ষা দিচ্ছেন চিত্রনায়িকা শিরীন শিলা। চলচ্চিত্রের কাজ এখন করছেন না। তবে পরীক্ষা শেষে ৫ মার্চ থেকে নতুন সিনেমা ‘নদীর জলে শাপলা ভাসে’র শুটিংয়ের মধ্য দিকে সিনেমার কাজ শুরু করবেন। এটি পরিচালনা করবেন মেহেদী হাসান। শিরীন শিলা বলেন, ‘সিনেমাটির গল্প এক কথায় অসাধারণ। আমি এখন পর্যন্ত অনেকগুলো সিনেমায় কাজ করেছি। এরমধ্যে এই সিনেমার গল্প বেশি ভাল লেগেছে। পরিচালকের প্রবল আগ্রহ রয়েছে একটি ভাল সিনেমা নির্মাণ করার। আমার বিশ্বাস, এই সিনেমাটি আমার জন্যও অনেক সম্মান বয়ে আনবে।’ শিরীন শিলা জানান, সিনেমা আমার পেশা। পড়াশুনা করেছি নিজের তৃপ্তির জন্য। এদিকে শিরীন শিলা ইকবালের পরিচালনায় ‘ফাইটার’ নামের নতুন আরো একটি সিনেমায় কাজ করবেন। আগামী ঈদে মুক্তি পাবে শিরীন শিলা অভিনীত ‘ডাইরেক্ট অ্যাকশান’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক ইমন। শিলা বলেন, ‘এই সিনেমার আগের নাম ছিলো সাহসী যোদ্ধা। এতে আমি পপি আপু ও আমিন ভাইয়ের সঙ্গেও কাজ করার সুযোগ পেয়েছি। সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। এটি একটি সময়োপযোগী সিনেমা।’ শিরীন শিলা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে ‘হিট ম্যান’, ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মিয়া বিবি রাজি’, ‘মন জানেনা মনের ঠিকানা’, ‘বেগম জান’।



 

Show all comments
  • Kamal Ahmed ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৯ এএম says : 0
    খুব ভালো কাজে ব্যস্ত হয়েছেন...!
    Total Reply(0) Reply
  • Kamal Pasha Jafree ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৯ এএম says : 0
    Very important news!!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিরীন শিলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ