Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালদ্বীপে থাই বক্সিং শিখেছেন সানিয়া মালহোত্রা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটিয়ে এসেছেন। সবাই যেমন অবকাশকে কাজ দিয়ে নষ্ট করতে চায় না সানিয়া তা করেননি। অবকাশ যাপনের সময়টা তিনি কাজে লাগিয়েছেন নতুন একটি দক্ষতা অর্জন করতে। সেখানে তিনি অবসর সময়ে থাই বক্সিং শিখেছেন। থাই কিক বক্সিং বা মুয়ে থাই এক ধরণের কঠিন মার্শাল আর্টস। এই মার্শাল আর্টসে শীর্ষ তারকা টোনি জাকে অনেক ফিল্মে দেখা গেছে মুয়ে থাই চর্চা করতে। সেখান একজন শীর্ষ প্রশিক্ষকের কাছে তিনি থাই বক্সিং ঝালিয়ে নিয়েছেন। এক সূত্র বলেছে, “সানিয়া মালদ্বীপে তার ফিটনেসের কসরতগুলো নতুন করে আবিষ্কার করার চেষ্টা করেছেন। তিনি এখানে স্কুবা ডাইভিং করেছেন এবং থাই বক্সিং শিখেছেন। তিনি স্থানীয় প্রশিক্ষক উয়াইচাই প্রাংসুয়ানের কাছে থাই বক্সিং শিখেছেন।” মুম্বাইতে সানিয়া এখন প্রশিক্ষক ত্রিদেব পান্ডের কাছে বক্সিং প্রশিক্ষণ নিচ্ছেন। ত্রিদেব ভারতের জাতীয় পর্যায়ের একজন খেলোয়াড়। ‘দাঙ্গাল’ তারকা সানিয়াকে আগামীতে গুনিত মোঙ্গার ‘পাগলাইত’, অভিমন্যু দাসানির বিপরীতে মীনাক্ষী সুন্দরেশ্বরী’ এবং বিক্রান্ত মাস্সির বিপরীতে ‘লাভ হস্টেল’ ফিল্মগুলোতে দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সানিয়া-মালহোত্রা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ