বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের আনোয়ারায় তিন বসতঘর পুড়ে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাযায়। গতকাল বুধবার রাত ৩ টায় জেলার উপজেলার রায়পুর ইউনিয়নের বারআউলিয়া ৮ নং ওয়ার্ডের শ্রদ্ধাপাড়ায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে ক্ষতিগ্রস্থরা জানায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মু.নঈম উদ্দিন জানায়, বুধবার ভোররাত ৩ টায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বারআউলিয়া শ্রদ্দাপাড়ার মো. হাসেম(৪০)ও ঘরে আগুন ধরে গেলে মুহূর্তেই আগুন মো. ফোরকান (৫০) ও আবদুল মান্নান (৩৭) ও ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ মো. হাসমত জানায়, পরিবারের সবাই ঘুমের মধ্যে থাকা অবস্থায় আগুন ধরে গেলে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তিনটি ঘরে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কোন দল ঘটনাস্থলে আসেনি।
স্থানীয় চেয়ারম্যান জানে আলম জানান, আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো মানবেতর জীবন-যাপন করতেছে। তাদের সহায়তা প্রয়োজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।