বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আজ সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর ডিজিটাল অংশে পটুয়াখালীতে 'বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন' অনুষ্ঠিত হয়েছে। ০৫ কি:মি: ব্যাপী উক্ত ম্যারাথন জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ডিসি স্কয়ার থেকে শুরু হয়ে নির্ধারিত ট্র্যাক অতিক্রম শেষে ডিসি স্কয়ার মঞ্চে শেষ হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত এই ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। প্রতিযোগিতায় প্রথম তিনজন বিজয়ীর জন্য জেলা প্রশাসনের সৌজন্যে পুরস্কার হিসেবে 'দুরন্ত বাইসাইকেল' প্রদান করা হয়। প্রতিযোগিতায় ৫ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করেন। ম্যারাথন দৌড়ে প্রথম হন দৌড়বিদ সিয়াম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।