বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় হাকিম মো. লোকমান হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করেছিলেন লোকমান হোসেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। মামলায় তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তার পক্ষে জামিন চাওয়া হলে বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি কাজী মো.ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন। ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করেন হাকিম মো. লোকমান হোসেন। এ ঘটনায় অগত বছর ২০ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে লোকমানের বিরুদ্ধে মামলা করেন কালাম শেখ । এ মামলায় পরদিনই লোকমানকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় তিনি জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।