Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

সাংবাদিক হত্যার ও নির্যাতনের প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৪৮ পিএম

নোয়াখালীর বসুরহাটে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যা ও বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবরের উপর হামলার বিচারের দাবীতে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকাল ৩টায় রাউজান উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রবীণ সাংবাদিক শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর আসলাম, জাহেদুল আলম, মাওলানা এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউসুফ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, এম. নেজাম উদ্দিন রানা, এম. রমজান আলী, কামাল উদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা কারো পক্ষে বা বিপক্ষে নয়। আমরা সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে। অতীতে সংগঠিত সাংবাদিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় সাংবাদিক হত্যা ও নির্যাতন এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছ। বক্তারা নোয়াখালীতে সাংবাদিক হত্যা, চট্টগ্রামের বোয়ালখালীতে সাংবাদিকের উপর হামলা ও হুমকির তীব্র নিন্দা প্রকাশ করেন। সেই সাথে সাংবাদিক হত্যা ও নির্যাতনের জড়িতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ