Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোয়াইনস্টাইগারের অশ্রুসিক্ত বিদায়

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বিদায়ের ঘোষণা দিয়েছিলেন আগেই। পরশু হলো তারই আনুষ্ঠানিকতা। জয় দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টানলেন জার্মান অধিনায়ক বাস্তিয়ান সোয়াইন স্টাইগার। বিশ্বকাপ বাছাই পর্বে নামার আগে আবেগঘন সেই ম্যাচে প্রস্তুতিমূলক ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে জার্মানি।
মশেনগ্লাডবাখের বরুশিয়া পার্কে ম্যাচ শেষে শোয়াইন ছিলেন অশ্রুসিক্ত। এসময় হয়তে এক যুগ আগে হাঙ্গেরির বিপক্ষে অভিষেক হওয়া সেই প্রীতি ম্যাচে ফিরে গিয়েছিলেন। কে জানে, হয়তো ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সেই গর্বও স্মৃতিকে নাড়া দিয়ে থাকবে। ৩২ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইডেট মিডফিল্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৪ সালে। টানা ১২ বছর দেশের হয়ে খেলেছেন ১২১ ম্যাচ, দেশের হয়ে যা চতুর্থ সর্বোচ্চ। এসময় ২৪টি গোলও করেন সাবেক বায়ার্ন মিউনিখ তারকা। ২০১৪ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সেরা তারকা ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ আপনারা এখানে এসেছেন এটা আমার জন্য বিশেষ কিছু। আপনাদের জন্য খেলতে পারাটা ছিল সম্মানের।’ তিনি বলেন, ‘আমার মনে হয় আপনারা দেখেছেন এটা আমার ওপর কিভাবে প্রভাব বিস্তার করেছে। আমি সবসময় খেলাটাকে শুধু উপভোগ করতে চেয়েছি, কিন্তু কখনোই ভাবিনি এটা আমাকে এতটা ভালোবাসা দেবে।’
ম্যাচের ৬৬তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন শোয়াইন। ততক্ষণে ১-০ গোলে এগিয়ে জার্মানি। এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোলের দেখা পান শালকের মিডফিল্ডার মায়ার। রিও অলিম্পিকে ভালো খেলার পুরস্কার স্বরূপ জাতীয় দলে সুযোগ পেয়েই কোচের আস্থার প্রতিদান দেন মায়ার। অলিম্পিক ফাইনালে ব্রাজিলের কাছে হেরে যাওয়া দলের অধিনায়ক ছিলেন মায়ার। শোয়াইন নামার ১০ মিনিট পর সৌভাগ্যক্রমে আরো একটি গোলের দেখা পায় জার্মানি। গোটসের নেয়া শট প্রতিপক্ষের পায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়।
ম্যাচে শেষেই সতীর্থদের আবেগঘন আলিঙ্গনে আবদ্ধ হন উয়েফা চ্যাম্পিয়ন্সশিপে জার্মানির হয়ে রেকর্ড সংখ্যক (১৮টি) ম্যাচ খেলা শোয়াইন স্টাইগার। ম্যানইউ অধিনায়ক ও সতীর্থ ওয়েন রুনি তাকে অভিনন্দন জানিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে ‘স্পেশাল আন্তর্জাতিক ক্যারিয়ার’ বলে উল্লেখ করেছেন। আন্তর্জাতিকাঙ্গন থেকে বিদায় নিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি, ‘আমি এখনো ফুটবলকে ভালোবাসি এবং যার অর্থ আমি মাঠেই আছি, খেলাও চালিয়ে যাচ্ছি এবং এটাই আমি চাই। ইউনাইটেডের সাথে আমার ২০১৮ সাল পর্যন্ত চুক্তি আছে আমি চাই সে পর্যন্ত চালিয়ে যেতে।’
আন্তর্জাতিক প্রীতি ফুটবল
জার্মানি ২ : ০ ফিনল্যান্ড
রি. আয়ারল্যান্ড ৪ : ০ ওমান
এস্তোনিয়া ১ : ১ মাল্টা
চেক রিপাবলিক ৩ : ০ আর্মেনিয়া
নরওয়ে ০ : ১ বেলারুশ
ডেনমার্ক ৫ : ০ লিচেনস্টেইন
আলবেনিয়া ০ : ০ মরোক্কো
তুরষ্ক ০ : ০ রাশিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোয়াইনস্টাইগারের অশ্রুসিক্ত বিদায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ