Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারের পেকুয়ায় বিএনপি নেতাদের উপর ছাত্র লীগের হামলার অভিযোগ, আহত ৫

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৫:০৮ এএম | আপডেট : ৮:১৬ এএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২১

জেলার পেকুয়ায় ওয়ার্ড বিএনপির সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় উপজেলা বিএনপির সদস্য সচিব ইকবাল হোছাইনসহ ৫জন আহত হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজাখালীর ইউপির সবুজ বাজারের আমিলা পাড়া এলাকার মোড়ে এ ঘটনা ঘটে।

অন্যান্য আহতরা হলেন, উপজেলা বিএনপির সদস্য আরিফুল ইসলাম বিটু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোছাইন, যুবদল নেতা আমিন ও জোনাইদ।

ঘটনার স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ইকবালসহ দলীয় নেতাকর্মীরা রাজাখালীর মাতবর পাড়া থেকে ওয়ার্ড বিএনপির সম্মেলন শেষ করে বারবাকিয়া এবং পেকুয়া সদরের দিকে চলে আসছিলেন।

আমিলা পাড়াস্থ রাস্তার মোড়ে আসামাত্র বেশ কয়েকজন যুবক তাদের মোটর সাইকেল আটকিয়ে হামলা শুরু করে। তাদের উপর্যোপুরী হামলায় বিএনপির সদস্য সচিবসহ অপর ৪জন আহত হয়। এছাড়াও ইকবাল হোছাইনের মোটর সাইকেলসহ অপর একটি মোটর সাইকেল ভাংচুর করে।

বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, রাজাখালী ইউনিয়ন আ’লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

ঘটনাটি দ্রুত থানা পুলিশকে অবগত করা হলেও তারা ঘটনার একঘন্টা পর হামলার স্থানে যায়। তখন হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবী জানান তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলায় আহত

১৭ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ