বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০টি পরিবারকে তালাবদ্ধ করে গ্যারেজ থেকে অভিনব কায়দায় ৫টি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সাওঘাট এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
গ্যারেজ মালিক ফয়েজ ভুইয়া জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার সাওঘাট এলাকায় ফয়েজ ভুইয়ার বাড়ির পাশে তার একটি গ্যারেজ রয়েছে। তিনি তার গ্যারেজে অটোরিকশা ভাড়ার মাধ্যমে রাখেন। গত রোববার রাত ১০টার দিকে ১১টি অটোরিকশা রেখে গ্যারেজ তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। গতকাল সকালে ফয়েজ ভুইয়া তালা ভাঙা দেখতে গ্যারেজে প্রবেশ করে দেখেন ৫টি অটোরিকশা চুরি হয়েছে। পরে দেখতে পান আশপাশের প্রতিবেশীদের ঘরের বাইরে থেকে তালাবদ্ধ করে রাখে চোরের দল। ফয়েজ ভুইয়া ধারণা করছেন রাতের যেকোন চোরের দল ফয়েজ ভুইয়ার প্রতিবেশী জাহাঙ্গীর, আকবর, রিপনসহ ১০টি বাড়ির দরজায় বাইরে থেকে তালাবন্ধ করে অভিনব কায়দায় ৫টি অটোরিকশা চুরি করে নিয়ে যায়।
ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া অটোরিকশা উদ্ধার ও চোরের দলকে আটকের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।