প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে আগামী সপ্তাহেই জি-সিরিজ থেকে বাজারে আসছে সঙ্গীতশিল্পী শায়লা সাবরিন পলির পঞ্চম একক অ্যালবাম। সম্পূর্ণ মৌলিক ও আধুনিক গান নিয়ে সাজানো এই অ্যালবামের নাম রাখা হয়েছে ‘হৃদয়ে হৃদয় বেঁধেছি। অ্যালবামের সবকটি গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এফ এ সুমন। অ্যালবামের টাইটেল সংটিতেও পলির সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন এফ এ সুমন। নতুন এই অ্যালবাম নিয়ে শায়লা সাবরিন পলি বলেন, ‘নতুন অ্যালবামটি আমার অনেক পরিশ্রমের ফসল। প্রায় একবছর ধরে যতœ নিয়ে অ্যালবামটি করা হয়। চলমান সময়ের রিমেক, রি-ট্র্যাকের জোয়ার থেকে বের হয়ে শ্রোতাদের আগ্রহের কথা চিন্তা করে অ্যালবামের সবকটি গানই সাজানো হয়েছে আধুনিক এবং পুরোপুরি মৌলিক গানের সমন্বয়ে। এফ এ সুমন ভাই অনেক সুন্দর কাজ করেন। আমার চতুর্থ অ্যালবামটিতেও তিনিই সুর এবং সঙ্গীতায়োজন করেছিলেন, যারা বেশিরভাগ গানই বেশ প্রশংসা পায় শ্রোতামহলে। আমার বিশ্বাস, আগের অ্যালবামের চেয়েও ভালো সাঁড়া মিলবে শ্রোতাদের কাছ থেকে।’ এফ এ সুমন বলেন, ‘পলির গায়কির সঙ্গে দীর্ঘদিনের পরিচয় আমার। তার কণ্ঠে অন্যরকম এক মাধুর্য্য আছে, যা আমাকে বরাবরই মুগ্ধ করে। অ্যালবামে মোট ৮টি গান রয়েছে, ৮টি গানই ৮ রকমের, প্রতিটি গানেই সুর সঙ্গীত এবং গায়কিতে ভিন্ন ভিন্ন স্বাদ পাবে শ্রোতারা। সবমিলিয়ে প্রত্যাশার পরিমাণও অনেক বেশি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।