Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রামবাংলার চুটকী নিয়ে ঈদের ধারাবাহিক চুটকী ভা-ার

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঈদ অনুষ্ঠানমালায় নাটকে ভিন্নতা এবং প্রচলিত ধারার বাইরে গ্রামবাংলার জোকস নিয়ে নির্মিত হয়েছে ৬ পর্বের খ- নাটক ‘চুটকী ভা-ার’। নাটকটি ঈদের পরদিন থেকে ৭ম দিন পর্যন্ত রাত ৮.৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে। শামীম জামান-এর পরিচালনায় এবারের নাটকের নামকরণ করা হয়েছে ‘চুটকী ভা-ার ২’। নাটক গুলো রচনা করেছেন আহসান আলমগীর, ফজলুল সেলিম, আমানুল হক হেলাল এবং শামীম জামান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, আ.খ.ম হাসান, শামীম জামান, রহমত আলী, প্রান রায়, অহনা, আলভী, বাঁধন, আমানুল হক হেলাল, তারেক স্বপন, নূরে আলম নয়ন, এবং আরো অনেকে। গ্রামবাংলার আড্ডায় অনেকেই কথার মাঝে নানা ধরনের চুটকী উপস্থাপন করেন। এসব মানুষকে সবাই মজার মানুষ হিসেবেই চিনেন। এদের মুখের চুটকী শুনতে আবার অনেকেই আগ্রহী। সেই ব্যক্তিও চুটকী বলে খুব আনন্দ পেয়ে থাকেন। সুযোগ পেলেই চুটকীর ঝুলি নিয়ে আড্ডা জমিয়ে তোলেন বন্ধুদের আড্ডায় কিংবা আত্মীয় পরিজনের সাথে। এমনি প্রচলিত ৬টি চুটকী বা কৌতুক নিয়ে নির্মিত হয়েছে চুটকি ভা-ারের নাটকগুলো। গল্পগুলো হলো হরিনী, তালাগুনা, জলযোগ জলবিয়োগ, কৃপনের ধন, তিন প-িত এবং ঘুষ খোর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রামবাংলার চুটকী নিয়ে ঈদের ধারাবাহিক চুটকী ভা-ার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ