বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্মাণাধীন একটি সড়কের জন্য পাহাড় কাটার অপরাধে একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে পরিবেশ অধিদফতর।
সোমবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম নগরীর কার্যালয়ে এ সংক্রান্ত শুনানি শেষে অধিদফতরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এই ক্ষতিপূরণ ধার্য করেন।
নূরুল্লাহ নূরী বলেন, চকরিয়ার রইতলী-মগনামা সড়কটি নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। প্রকল্পের কাজ পাওয়া ঠিকাদারের অংশীদার প্রতিষ্ঠান এম জলিল লিমিটেড সড়ক নির্মাণের জন্য প্রায় ২০ হাজার বর্গফুট পাহাড় কেটে সমান করে ফেলে।
শুনানিতে ঠিকাদার প্রতিষ্ঠানের পাশাপাশি সওজ’র প্রতিনিধিও ছিলেন। শুনানিতে তারা পাহাড় কেটে সড়ক তৈরির বিষয়টি স্বীকার করেছে। এরপর তাদের ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।