প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওন পরিচালিত কৃষ্ণপক্ষ ঈদে চ্যানেল আইতে প্রচার হবে। এতে জুটি বেঁধে অভিনয় করেন রিয়াজ ও মাহি। এছাড়া অভিনয় করেন ফেরদৌস, তানিয়া আহমেদ, আরফান আহমেদ, তারিক স্বপন, পাভেল আজাদ, ফারুক আহমেদ, কাদের চৌধুরী, পূজা ও স্বাধীন খসরু প্রমুখ। সিনেমাটি গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে সিনেমাটি। সিনেমাটির টেলিভিশন প্রিমিয়ার সম্পর্কে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, এই ঈদে মোট ৬টি নতুন সিনেমার প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। তারমধ্যে কৃষ্ণপক্ষ একটি। হুমায়ূন আহমেদের গল্প বলেই এই সিনেমাটি নিয়ে দর্শকদের অনেক আগ্রহ। সে ভাবনা থেকেই আমরা এটির প্রিমিয়ার করতে যাচ্ছি। উল্লেখ্য, কৃষ্ণপক্ষ ছাড়াও অন্য যেসব সিনেমা চ্যানেল আইতে প্রচার হবে সেগুলো হচ্ছে, পরীমনি অভিনীত মহুয়া সুন্দরী। এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় রওশন আরা রোকসানা সরকার। এটি প্রচার হবে ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে। ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে গৌতম ঘোষের পরিচালনায় প্রসেনজিৎ ও কুসুম শিকদার অভিনতি শঙ্খচিল। ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে হলিউডের ডাই হার্ড। পঞ্চম দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে মুসাফির। এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আশিকুর রহমান আশিক। অভিনয়ে আরেফিন শুভ, মারজান জেনিফা, মিশা সওদাগর, প্রসূন আজাদ, শিমুল খান, আফজাল শরীফ, টাইগার রবিসহ অনেকে। ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে পৌষ মাসের পীরিতি। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নার্গিস আক্তার। এতে অভিনয় করেছেন পপি, টনি ডায়েস, আহমেদ রুবেল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।