Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেচ পাইপ ও মেশিন ভাঙচুর " পঞ্চাশ বিঘা জমির বোরো আবাদ অনিশ্চিত

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : কালকিনি পৌর এলাকার চরফতেবাহাদুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ইরি ব্লকের সেচ পাইপ ও মেশিন ভাঙচুর করেছে প্রতিপক্ষ। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে এবং একই গ্রামের রশিদ ঢালীর ছেলে সোহাগ ঢালী দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সর্জিত হয়ে উক্ত ঘটনা ঘটায়। এ ঘটনায় ৫০ বিঘা জমির চলতি বছরের ইরি-বোরো চাষ অনিশ্চয়তায় পড়েছে এবং ভুক্তভোগী কৃষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গ্রামের কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে ইরি-বোরো চাষ শুরু করে। কিন্তু হঠাৎ করে তাতে াঁধ সেজে বসে গ্রামের প্রভাবশালী ব্যক্তি সোহাগ ঢালী। আর ইরি-বোরো চাষ বন্ধ করে দিয়ে তিনি ব্লকের ব্যবহৃত সেচ পাইপ ও মেশিন ভেঙে ফেলে এবং কৃষকদের হুমকি প্রদর্শন করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেচ পাইপ ও মেশিন ভাঙচুর " পঞ্চাশ বিঘা জমির বোরো আবাদ অনিশ্চিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ