পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বগুড়ায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য জিএম সিরাজ, সিনিয়র নেতা আলী আজগর হেনাসহ বেশ কজন নেতাকর্মী।
গতকাল রোববার সকালে বগুড়ার শহীদ খোকন পার্কের শহীদ মিনারে ফুল দিয়ে বিএনপি অফিসে ফেরার পথে এই হামলা ও নাজেহালের ঘটনা ঘটে। জেলা বিএনপির এক নেতা জানান, গতকাল রোববার সকালে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য জিএম সিরাজ দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ খোকন পার্কের শহীদ বেদিতে ফুল দিতে গেলে সেখানে আগে থেকেই অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে রাজাকার বলে স্লোগান দিতে থাকে। এই উত্তেজনার মধ্যেই তিনি শহীদ বেদিতে ফুল দিয়ে নেমে আসলে ছাত্রলীগের কর্মীরা তাকে নাজেহালের চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে শহীদ খোকন পার্ক থেকে বের করে নিয়ে যায়। এর মধ্যেই জিএম সিরাজ সিনিয়র নেতা আলী আজগর তালুকদার হেনাসহ নবাব সড়কের পুলিশ ফাঁড়ির সামনে আসলে তাদের পেছন থেকে কয়েকশ ছাত্রলীগ কর্মী তাকে ঘিরে ধরে লাঞ্ছিত করে। এ সময় ৭০ বছর বয়সী এই নেতা হুমড়ি খেয়ে পড়ে যান। পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে ফাঁড়ির ভেতরে নিয়ে নিরাপত্তা দেন। একই সময়ে মারধরের শিকার হন আলী আজগর হেনাও।
খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ছাত্রলীগের কর্মীদের নিবৃত্ত করেন।
পরে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের নেতৃত্বে একদল কর্মী লাঠিসোটা নিয়ে শহীদ মিনারের দিকে রওনা দিলে পুলিশ তাদের নিবৃত্ত করে। এ ঘটনায় বগুড়ায় উত্তেজনা বিরাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।