Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরল পেঙ্গুইনের দেখা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

পেঙ্গুইন বলতে ভেসে ওঠে সাদা-কালো কোট প্যান্ট পরা ভদ্রলোকের মতো হেঁটে চলা পাখির কথা। কিন্তু এবার বিরল এক পেঙ্গুইনের ছবি ধরা পড়েছে এক আলোকচিত্রীর ক্যামেরায়। দক্ষিণাঞ্চলীয় আটলান্টিকের একটি দ্বীপ সাউথ জর্জিয়ায় দেখা যায় পাখিটি।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম কেনেডি নিউজ জানিয়েছে, বেলজিয়ামের একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ইয়ুভস অ্যাডামস ‘আগে কখনও দেখা যায়নি’ এমন একটি হলুদ পেঙ্গুইনের এই ছবি তুলেছেন। অ্যাডামস বলেছেন, ২০১৯ সালের ডিসেম্বরে দক্ষিণাঞ্চলীয় আটলান্টিকের একটি দ্বীপ সাউথ জর্জিয়ায় তিনি কিং পেঙ্গুইনের এক কলোনিতে ছবি তুলছিলেন। তখনই তিনি বিরল ওই পেঙ্গুইনের দেখা পান ও ছবি তোলেন।

জানা গেছে, লিউকিজমের কারণে পেঙ্গুইনটির গায়ের রঙ এমন হয়েছে। এর পুরো শরীরই হলুদ। চলতি সপ্তাহে ইন্সটাগ্রামে এই ছবি শেয়ার করে অ্যাডামস। একজন ব্যবহারকারী বলেছেন, এটা খুবই দারুণ। অ্যাডামস বলেন, আমরা খুব সৌভাগ্যবান। কারণ আমরা সেখানে নেমেছিলাম সেখানেই এই পেঙ্গুইনের দেখা মিলেছিল। এটা এর আগে কখনও দেখা যায়নি।
ওই ফটোগ্রাফার আরও বলেন, যেন স্বর্গ মাটিতে নেমে এসেছিল। যদি এটা আমাদের চেয়ে ৫০ মিটার দূরে থাকতো তাহলে আমরা হয়তো এটিকে দেখার সুযোগ পেতাম না। অ্যাডামসের ছবিতে দেখা যায়, পানিতে খেলা করছে এই হলুদ পেঙ্গুইনটি। এমনকি নিজের স্বজাতিদের সঙ্গে খেলা করছিল। সূত্র : ওয়ানইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ