Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ট্রাম্পকে নোটিশ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা ও ট্যাক্স ফাঁকির তথ্য উদঘাটনে চলমান তদন্তের অংশ হিসেবে নিউইয়র্ক সিটি ট্যাক্স কমিশন বরাবরে নোটিশ দিয়েছেন ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সাইরাস ভ্যান্স। শনিবার প্রাপ্ত এ সংবাদ অনুযায়ী, নিউইয়র্কে ট্রাম্পের স্থাবর-অস্থাবর সম্পত্তির প্রকৃত ম‚ল্য কত এবং তিনি তার বিপরীতে যে ট্যাক্স পরিশোধ করেছেন তা সঠিক কি না, তা যাচাই করার জন্যই এব্যবস্থা। ট্যাক্স ফাইলের সময়ে ব্যবসা ও রিয়েল এস্টেট সম্পদের যে ম‚ল্য দেখানো হয়েছে, ঋণ গ্রহণের সময় ওসব সম্পদের ম‚ল্য বাড়িয়ে বলা হয়েছে কি না, সেটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক স‚ত্রে জানা গেছে। সিএনএন।


সহিংসতায় শংকিত
জাতিসংঘ শরণার্থী এজেন্সী জানায়, কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে, উত্তর ও দক্ষিণ কিভু প্রদেশে সশস্ত্র দলগুলির বর্বরতা চালানোর খবরে তারা উদ্বিগ্ন ও শংকিত। সংস্থাটি জানায়, অশান্ত কিভু প্রদেশে হত্যা ও অপহরণ অব্যাহত রয়েছে এবং গত বছর দুটি প্রদেশে ২০০০টি মৃত্যু রেকর্ড করা হয়। শরণার্থী এজেন্সী বা ইউএনএইচসিআর মুখপাত্র, বাবর বালুচ জানান, এসব বহু হামলা বাস্তুচ্যুত লোকজনদের ওপর চালানো হয়, যাদের অনেকেই এর আগে বর্বরতার শিকার হয়ে শিবিরে আশ্রয় নিয়েছিলেন। ভিওএ।


ফের রকেট হামলা
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে বালাদ সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে, এতে একজন ইরাকি ঠিকাদার আহত হয়েছেন। শনিবার তিনটি রকেট ঘাঁটিটিতে আঘাত হানে বলে ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেননি। এই নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরাকে মার্কিন সৈন্য বা সামরিক ঠিকাদারদের অবস্থান নেওয়া দ্বিতীয় আরেকটি ঘাঁটিতে রকেট হামলা হল। এর আগে গত সোমবার রাতে ইরাকের কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের কর্তৃত্বাধীন একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়। রয়টার্স।


অগ্নিকান্ডে নিহত ৫
চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশে বাথরুমে সংঘটিত অগ্নিকাÐে পাঁচজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে আরো একজন। চীনা কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়। শাংজি শহরের লিচেং কাউন্টিতে শুক্রবার সন্ধ্যায় এ অগ্নিকাÐ ঘটে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ