Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেলোর উদ্যোগে খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষুশিবির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ৭:২৯ পিএম

বিনামূল্যে চক্ষুশিবিরের আয়োজন করেছে বেসরকারী পেশাজীবী ও গবেষণা প্রতিষ্ঠান হেলদি হার্ট হ্যাপী লাইফ অরগাইনেজশন (হেলো)। চক্ষুশিবিরে দেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের বিনামূল্য চক্ষু পরীক্ষা, চিকিৎসা প্রদান, ওষুধ ও চশমা বিতরন করেন। যে সকল রোগীদের অপারেশন প্রয়োজন নির্ণীত হয়েছে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে বিনা খরচে অপারেশন করার ব্যবস্থা করবে হেলো।

হেলোর সভাপতি এডভোকেট আবু রেজা মোহাম্মদ কাইউম খানের সভাপত্বিতে রোববার (২১ ফেব্রুয়ারি) লে. কর্ণেল মো. মহসিন হাসান, বিএসপি, পিএসসি, মাটিরাঙা জোন কমান্ডার আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন সুস্থ থাকুন ফ্রি ক্লিনিকের প্রতিষ্ঠাতা মাহফুজ আহমেদ রাসেল।

হেলোর প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মহসীন আহমদ বলেন, হেলো এতদিন দেশের সুবিধাবঞ্চিতদের মাঝে হৃদরোগ বিষয়ে সচেতনতা ও চিকিৎসাসেবা দিয়ে আসছে। এই অনুষ্ঠানের মাধ্যমে হেলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চোখের রোগের সচেতনতা ও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করল এবং ভবিষ্যতে অন্যান্য বিষয়েও কার্যক্রম অব্যহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আসলাম মোস্তফা লিখন, এজে তুহিন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আরিফুর রহমান সজল, ডা. সেলিম মাহমুদ, ডা. আসিফ জামান তুষার, ডা. শিবলী শাহেদ, চক্ষু বিশেষজ্ঞ ডা. আনোয়ার হোসেন, ডা. শুভ চক্রবর্তী, ডা. শামস আরিফ প্রোগ্রাম ম্যানেজার শাহজাদা মো. সেলিম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেলো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ