Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পিকনিক বাসে হিন্দি গান জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ৭:১৬ পিএম

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পিকনিকের বাসে উচ্চস্বরে হিন্দি গান বাজানো এবং গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ক্রসিং এলাকায় ওই গাড়িচালককে জরিমানা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা।

শাহিনা সুলতানা সাংবাদিকদের বলেন, শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা এলাকায় পিকনিকের বাসটিতে হিন্দি গান বাজছে দেখে তা বন্ধ করার জন্য ইশারা করি। বিষয়টি আমলে না নিলে গাড়িটিকে থামার সংকেত দিই। এ সময় দ্রুতবেগে গাড়িটি পালিয়ে যেতে চাইলে ধাওয়া আটকে চালকের সঙ্গে কথা বলি।

মহান একুশের দিনে উচ্চস্বরে হিন্দি গান বাজানোর কারণ জানতে চাইলে চালক কোনো জবাব দেননি। এরপর গাড়ির কাগজপত্রও ঠিক নেই। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইনে ৫ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ