বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টেকনাফে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির সময় মাটিভর্তি সাতটি ডাম্পার (মিনি ট্রাক) জব্দ করেছে বনবিভাগ।
শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফের হ্নীলা মিনাবাজারের দরবার পাহাড় ও আলী খালীর পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব ট্রাক গুলো জব্দ করা হয়েছে।
একটি চক্র আশ্রয়ন প্রকল্পের কাজে ব্যবহারের নাম দিয়ে পাহাড় কেটে মাটিগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছিল বলে অভিযোগ বনবিভাগের।
এ বিষয়ে টেকনাফ রেরেঞ্জ কর্মকর্তা আরো বলেন, অভিযানের সময় পাহাড় কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা উপজেলা প্রকল্প কর্মকর্তার নির্দেশে পাহাড় কেটে এসব মাটি নিয়ে যাচ্ছিল বলে জানান।
তবে প্রকল্প কর্মকর্তা এ বিষয়ে বনবিভাগকে পূর্বে থেকে কোন কিছু অবহিত করেননি। এ ব্যাপারে কর্তৃপক্ষের নির্দেশনামতে আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।