নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন আরেকজনের বউকে বিয়ে করায় তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নানা বিতর্কের জন্ম দেওয়া এই ক্রিকেটার এবার জড়ালেন নয়া বিতর্কে। নাসিরের অন্যের বউকে বিয়ে করার এই খবর এখন পুরো ভাইরাল। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
গত রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে তামিমা তাম্মি নামে এক কেবিন ক্রুকে বিয়ে করেন নাসির। তবে তামিমার আরেকবার বিয়ে হয়েছিলো এবং সেই স্বামীকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেন। তার ঘরে ৮ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। যে কারণে তোলপাড় সৃষ্টি হয় নেট দুনিয়ায়।
নাসির নিজেই বিয়ের ছবি ফেসবুকে শেয়ার দিয়েছিলেন। কিন্তু এখন রাকিব হাসান নামে তামিমার সাবেক স্বামী অভিযোগ তুললেন, ‘তাদের বিবাহ বিচ্ছেদই হয়নি এখনও। অথচ, এখন শুনতে পাচ্ছি নাসির নাকি আমার স্ত্রীর স্বামী।’ রাকিব হাসান এ নিয়ে উত্তরা পশ্চিম থানায় একটি জিডিও করেছেন।
এদিকে, রাকিব হাসান ও ক্রিকেটার নাসির হোসেনের একটি ফোন রেকর্ড মিলেছে যেখানে রাকিবকে ফোন করে জিডি করার ব্যাপারটি ধামাচাপা দিতে বলেন নাসির। ইতোমধ্যে ফোনালাপের রেকর্ডটি ভাইরাল হয়েছে। রাকিবের প্রশ্ন ছিল আপনি কি তামিমা সম্পর্ক সব কিছু জানেন? উত্তরে নাসির হোসেন বলেন তার সব কিছু জেনেশুনেই আমি তাকে বিয়ে করেছি। তার বাচ্চা আছে, তার আগেও বয়ফ্রেন্ড ছিল সবকিছুই আমি জানি।
স্ত্রীর আগের স্বামীর সাথে কথপোকথনের অডিওটি ভাইরাল হওয়ার পর বিপাকে পড়েন নাসির। সামাজিক মাধ্যমে ব্যাপক তোপের মুখে পড়েন তিনি।
নাসিরের অন্যের বউকে বিয়ে করা প্রসঙ্গে আকরামুল হক ফয়সাল লিখেছেন, ‘‘আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্ট্রান্তমূলক সাজা নিশ্চিত করা হোক। লক্ষ শহীদ, হাজারো মা বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশে বর্তমানে আইনকে রাষ্ট্রযন্ত্রের কর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতেছে।একটা রাষ্ট্রের চরমতম নৈতিক অবক্ষয় সাধন করেছে এই ভোটচোর সরকার। এসবের লাগাম টানা উচিত।’’
আবুল কাশেমের মন্তব্য, ‘‘ঐ স্বামী যতক্ষণ পর্যন্ত তার বউকে ডিভোর্স না দেয়, আর ঐ বউ যদি তার স্বামীকে ডিভোর্স না দিয়ে থাকে, আর সেই বউ যদি কোন ছেলেকে বিয়ে করে আর বিয়ে করে যতদিন ঐ মেয়ের সাথে মিলামিশা করবে বা মিলনের আবদ্ধ থাকবে ততদিন ঐ ছেলে ঐ মেয়ে অবৈধ কাজের সাথে শরিক থাকবে। ঐ দুজনকেই স্বামী-স্ত্রী বলা যাবেনা।এখন জাতীয় দলের ক্রিকেটার এবং ঐ মেয়েকে কি বলে সেটা মুটামুটি সবাই বুজতে পারছেন।আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করেন।’’
নজরুল ইসলাম ভুইয়া লিখেছেন, ‘‘এই বদমাইসটাকে জাতীয় দল থেকে বের করে দেয় না কেন? এক জনের বউ বাচ্চা আছে জেনেও কেন অন্যের বউ বিয়ে করে। লুচ্চামির একটা লিমিট আছে। ছোট বাচ্চাটাকে এতিম করলো। এই নাসিরকে নিয়ে আরো অনেক বিতর্ক হয়েছে। তাকে জাতীয় দলে রাখার কোনো মানে হয় না।’’
শাকিল ভু্ইয়া লিখেছেন, ‘‘নাসির এতবড় ফ্লাটফর্ম পেয়েও তা তুচ্ছ করলো ।নাসিরের কোন ক্লাসই নেই।নাসির বলতে গেলে পরকীয়াই করলো।ওর মতো কুচরিত্রের লোক জাতীয় দলের জন্য উপযোগীই না।নাসিরের শরীরে নারী ভাইরাস। কথোপকথন এ লোকটা বললো আপনি আমার বিবাহিত বৌকে বিয়ে করলেন। লোকটা কতটা যুক্তিযুক্ত কথা বললো। আমাকে তালাক দিয়ে যাকে ইচ্ছে তার সাথে থাক। তারও ক্যারিয়ার আছে। অবশেষে বলতে হয় নাসিরের ৯টা ফোন ৮১টা গার্লফ্রেন্ড।’’
নাসিরের বিতর্কিত বিয়ে প্রসঙ্গে পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে মোঃ মেরাজুল ইসলাম লিখেছেন, ‘‘চরিত্রহীনা নারী চরিত্রহীন পুরুষদের জন্য, আর চরিত্রহীন পুরুষ চরিত্রহীনা নারীদের জন্য, চরিত্রবতী নারী চরিত্রবান পুরুষের জন্য, আর চরিত্রবান পুরুষ চরিত্রবতী নারীর জন্য। লোকেরা যা বলে তা থেকে তারা পবিত্র। তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। সুরা নূর(২৬)।’’
মোল্লা জামাল লিখেছেন, ‘‘নাসির ভাই ঘটনা যদি সত্যিই হয়, তাহলে বলবো কোটি মানুষের ভালোবাসার নাসির কোটি মানুষের চোখে ঘৃণার এবং সবাই তাকে জঘন্যতম খারাপ মানুষ হিসেবে দেখছেন।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।