বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার ফুলতলা উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক আবু সালেহ হোসেন (৩৭) নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ২টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলার শেষ সীমানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক আবু সালেহ হোসেন যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানায়, খুলনা থেকে যশোরগামী গড়াই পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭২১) ও যশোর থেকে খুলনাগামী ইট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৮৭৮৫) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক গুরুতর আহত হন। পরে পুলিশ উদ্ধার করে তাকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিছুক্ষণ পরে তিনি মারা যান। নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দীন চৌধুরি বলেন, ‹এ ঘটনায় বাস ও ট্রাকটিকে আটক করা হয়েছে। বাস চালক পালিয়েছেন। মৃত ট্রাক চালকের লাশ হাসপাতালে আছে, মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।